সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ওসি মো: মুরসালিন
অফিসার এর কথা বলছি? ঐ যে কিনা বাংলা ছবির সৎ পুলিশ অফিসারের মত বদলে দিতে চেয়েছেন জগন্নাথপুর উপজেলা কে।আগের দিনের বাংলা ছবিতে প্রায়ই দেখা যেতো,”অপরাধে ঘেরা একটি শহরে আসে সৎ একজন পুলিশ অফিসার আসেন যিনি পুরো শহরকে সৎ রাখতে চান,মানুষকে নিরাপত্তা দিতে চান,জনগনের সাথে বন্ধুর মত বিনয়ি নম্র ব্যবহার করেন।”আদতে কি এইরকম হয়?হ্যা অবশ্যই এইরকম বাস্তবেই হয় জগন্নাথপুর থানায় ।অনেকেই জানে আর অনেকেই হয়তো জানে না।সত্যিই এরকম একজন পুলিশ অফিসার আছেন সিলেটে, উনার নাম মো: মুরসালিন।২০১৫ সালের শেষের দিকে জগন্নাথপুর থানায় জয়েন্ট করেন। শুরু থেকেই উনি আধুনিকতা এবং দক্ষতার সাথে তার মেধার বিকাশ ঘটিয়ে অপরাধ কমাতে থাকেন।উনিই প্রথম কোন পুলিশ অফিসার যিনি কিনা বাংলাদেশে এতো আধুনিকতা , টেকনোলজি,সততা এবং দক্ষতা দিয়ে অপরাধ দমাতে পেরেছেন।ঐ এলাকার যে কোন মানুষ উনাকে বন্ধু ভাবতে পারে।কোন সাধারন মানুষ থানায় গিয়ে পুলিশের সাথে গল্প করতে করতে চা খায় এটা কি কল্পনা করতে পেরেছেন কখনো? কিন্তু উত্তরে বেশিরভাগ সাধারন মানুষ বলে ” মো: মুরসালিন এর সাথে থানায় বসে চা খেয়েছেনে।উনি সবাইকে আপন ভেবে চলেন।বাংলা ছবির পরের দৃশ্যগুলোর কথা মনে আছে? সেই সৎ পুলিশ অফিসারটি যখন অপরাধ কমিয়ে আনে ঠিক তখনই ক্ষমতাবান কিছু উচু শ্রেণীর মানুষ সেই সৎ পুলিশ অফিসারটিকে বদলি দেওয়ার জন্য উঠে পরে লাগে।বাস্তবে এমনই হতে পারে।একি সৎ পুলিশ অফিসারের পুরস্কার? যদিও উনি বলছেন না কিছু।জগন্নাথপুর থানায় বিভিন্ন বাজারের প্রকাশ্যে মাদক বিক্রি করা হত কিন্তু উনার নেতৃত্ব তা দমন হয়েছে।বিগত কয়েক দিন আগে সৈয়দপুরে গভীর রাতে ১৩ জন পুলিশ ১২ জন অস্ত্রধারী ডাকাতকে গ্রেফতার করে,উনার সাহসিকতায় ও দক্ষতায়।উনার বন্ধু সুলভ ব্যবহারে জগন্নাথপুরের মানুষ মামলা মুকদ্দমা থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছে। তবে বাংলাদেশে এরকম সৎ পুলিশ অফিসারের এরকম জায়গায় থাকা জরুরি একথা সব মানুষই জানে। সৎ থাকার পুরস্কার,উনি পেয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ট পুলিশ অফিসার পদক।দেশকে বদলে দেবার পুরস্কার পেলেন উনি।জনগনের বন্ধু হবার পুরস্কার পেলেন উনি।অনেক সাধারন মানুষ ধিক্ষার জানিয়েছেন তাদের যারা মো: মুরসালিন কে বদলি করে দিতে চায়।সর্বশেষ একটি কথা হল “জগন্নাথপুর থানা দেশের বাইরে না যে জায়গায় থাকেন না কেন দেশপ্রেম সেখানেও দেখিয়ে যাবেন এই সৎ পুলিশ অফিসার মো: মুরসালিন ।
অদ্ভূত কিছু নিয়ম অদ্ভুত কিছু জীবন তবুও নতুন এক জীবন্ত সুরে দুঃখ থেকে বহুদূরে অতৃপ্ত স্বত্তা খুঁজে ফেরে সকল উন্মাদনা ছেড়ে ছেড়ে
Saturday, August 12, 2017
একজন সৎ পুলিশ অফিসারের গল্প
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment