বাউল ও লালন দুই বন্ধু। দুই বন্ধুর সঙ্গে পরিচয় হলো বাঁশির। দুই বন্ধু বাঁশির কাছে তার জন্মদিন কবে জানতে চাইল। বাঁশি সরাসরি না বলে দশটি সম্ভাব্য উত্তর দিল, যার যেকোনো একদিন হচ্ছে তার জন্মদিন। দিনগুলো হচ্ছে—
বৈশাখ ১৫, ১৬, ১৯
জ্যৈষ্ঠ ১৭, ১৮
আষাঢ় ১৪, ১৬
শ্রাবণ ১৪, ১৫, ১৭
এর পর বাঁশি কানে কানে বাউলকে জানাল সঠিক মাস, আর লালনকে জানাল সঠিক দিন। এবারে বাউল বলল, ‘আমি বাঁশির জন্মদিন কবে তা জানি না, তবে এও জানি যে লালনও তা জানে না।’
লালন খুব বুদ্ধিমান, বাউলের কথা শুনেই সে বলল, ‘প্রথমে আমি জানতাম না বটে, তবে এখন কিন্তু জানি!’
বাউলও কম সেয়ানা নয়, সেও সঙ্গে সঙ্গে বলে বসল, ‘এখন আমিও কিন্তু জানি।’
প্রশ্ন হচ্ছে, বাঁশির জন্মদিন কবে?
আষাঢ় ১৬
ReplyDeletePlease answer me
ReplyDeleteআষাড় ১৬
ReplyDelete