পৃষ্ঠাসমূহ

Tuesday, January 6, 2015

সেক্স র‌্যাকেটের পর্দা ফাঁস

বেআইনি সেক্স র‌্যাকেট ও দেহব্যবসার বিরুদ্ধে অভিযানে নেমে ফের একবার বড়সড় সেক্স র‌্যাকেটের পর্দা ফাঁস করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। অনলাইনে চলতে থাকা সেক্স র‌্যাকেটের পর্দা ফাঁস করে পুলিশ তিন দালালকে গ্রেপ্তার করেছে। এমনকি এক দেহ ব্যবসায়ীকেও উদ্ধার করেছে পুলিশ।

ধৃত অভিযুক্তরা হচ্ছে, মোহম্মদ, শিবকুমার ও তবরাজ। পুলিশ যে ২২ বছরের যুবতীকে উদ্ধার করেছে সে মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। যুবতীকে জোর করে দেহব্যবসা করানো হচ্ছিল বলে অভিযোগ এসেছে।

গুপ্তচর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি আবাসনে তল্লাশি চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করে। এই চক্রটি বেঙ্গালুরু কলগার্ল নাম দিয়ে সেক্স র্যাকেট চালাত এবং অনলাইনে গ্রাহকদের ফাঁসাত।
ডেকান ক্রনিক্যালের খবর অনুযায়ী, অভিযুক্তরা মধ্যচক্রের জন্য একটি ওয়েবসাইট বানিয়েছিল ও তাতে নিজেরদের ফোন নম্বরও দিয়েছিল। তারা উন্নত পরিষেবার লোভ দেখিয়ে গ্রাহকদের আকর্ষণ করত। খবর পেয়ে পুলিশ সোনি জংশনের কাছে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ও পরে বিবেক নগরের একটি আবাসন থেকে এক যুবতীকে উদ্ধার করে। তাকে প্রায় ছয় মাস ধরে বন্দী করে রাখা হয়েছিল।

বিগত এক সপ্তাহে দেহ ব্যবসার বিরুদ্ধে এটি পুলিশের চতুর্থ অভিযান ছিল। সমস্ত তল্লাশির পর পুলিশ মোট ১০ জন দালালকে গ্রেপ্তার করেছে ও ছয়টি গাড়িও বাজেয়াপ্ত করেছে। এমনকি ১৪জন দেহব্যবসায়ীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ।

ডিসিপি সেন্ট্রাল সন্দীপ পাটেল জানিয়েছেন, এমজি রোডে চলতে থাকা সেক্স র্যাকেট নিয়ে তাদের কাছে বহু অভিযোগ আসে। দেহ ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যেই তারা বিশেষ তদন্তকারী দল গঠন করেন। এই বিশেষ দল ক্রমাগত তল্লাশি তালিয়

সেক্স র কেটের পর্দা ফাঁস করছে। এমনই এক তল্লাশি চলাকালীন পুলিশ এমজি রোড থেকে চারজন দেহব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের মধ্যে বেশিরভাগ ক্যাব চালক। ধৃত নারীদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও অনেকগুলি সেক্স কেটের পর্দা ফাঁস করেছে।

অনলাইন যৌন ব্যবসায়ী চক্রের মুখোশ উন্মোচন


পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় মালালা




মালালা ইউসুফজাইভবিষ্যতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায় সে দেশের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানিয়েছে মালালা। আজ নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সে। এ উপলক্ষে তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছে মালালা।
পুরস্কার গ্রহণের আগে বিবিসির হার্ডটক অনুষ্ঠানের স্টিফেন সাকুর অসলোতে মালালার সঙ্গে কথা বলেন। নারীশিক্ষা আন্দোলনের এই কর্মী জানায়, যুক্তরাজ্যে পড়াশোনা শেষে রাজনীতিতে নাম লেখাতে আগ্রহী সে। হতে চায় পাকিস্তানের প্রধানমন্ত্রী।
মালালা বলে, ‘আমি আমার দেশের সেবা করতে চাই। আমার স্বপ্ন উন্নত দেশের, যেখানে প্রতিটি শিশু শিক্ষা পাবে।’
শান্তি পুরস্কার পাওয়া এই কিশোরী জানায়, পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তাকে উদ্বুদ্ধ করেছে।
২০০৭ সালে আততায়ীর হামলায় নিহত হন পাকিস্তানের দুবারের প্রধানমন্ত্রী বেনজির।
মালালা বলে, ‘যদি রাজনীতি করা ও প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে দেশের সর্বোচ্চ সেবা করতে পারি, তাহলে আমি অবশ্যই সেটা করব।’
২০১২ সালে তালেবানের গুলিতে গুরুতরভাবে আহত হয় মালালা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সুস্থ হয়ে এখন সেখানেই পড়াশোনা করছে মালালা। নারীশিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই কিশোরীর ঝুলিতে ইতিমধ্যে জমা হয়েছে সম্মানজনক অনেক পুরস্কার।